জাতীয় পার্টি কোনো প্রার্থী তালিকা প্রণয়ন করেনি

 পপুলার২৪নিউজ ডেস্ক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির কোনো প্রার্থী তালিকা প্রণয়ন বা প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক দিন ধরে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম ও পত্রিকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভুয়া প্রার্থী তালিকা প্রকাশ করে যাচ্ছে।

‘যার সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই। একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের ভুয়া তালিকা প্রকাশ বা প্রচার করে জাতীয় পার্টির মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে।’

এতে আরও বলা হয়, পার্টির পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, জাতীয় পার্টি এ পর্যন্ত আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রণয়ন বা প্রচার করেনি। জাতীয় পার্টির নেতৃত্বে একটি জোট রয়েছে। তাই জাতীয় পার্টি জোটগতভাবেই নির্বাচন করবে। এককভাবে প্রার্থী তালিকা প্রকাশের কোনো সুযোগও নেই বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

জাতীয় পার্টির প্রার্থী তালিকা প্রণয়নে পার্লামেন্টারি বোর্ড ঘোষণা করা হবে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের সিডিউল ঘোষণার পর নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় পার্টির আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি করা হবে।

‘প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের সুপারিশ গ্রহণ করা হবে। চূড়ান্তভাবে পার্লামেন্টারি বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের পর আসনভিত্তিক প্রার্থীদের তালিকা প্রণয়ন করা হবে। এর আগে প্রার্থী তালিকা প্রচারের কোনো সুযোগ নেই।’

এ সংক্রান্ত কোনো মিথ্যা খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

একই সঙ্গে জাতীয় পার্টি থেকে কোনো তালিকা না দেয়া পর্যন্ত কাল্পনিক বা মনগড়া কোনো প্রার্থী তালিকা প্রকাশ না করার জন্য মিডিয়ার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ হ্যান্ডকাফসহ জামায়াত নেতাকে ছিনতাইয়ে গ্রেফতার ৫  
পরবর্তী নিবন্ধএসকে সিনহাকে আদালতের মাধ্যমে ফিরিয়ে আনা হবে: আইনমন্ত্রী