জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে: জিএম কাদের

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জিএম কাদের বলেন, রংপুর-৩ আসন জাতীয় পার্টির দুর্গ। এই আসনে জাতীয় পার্টির প্রার্থীই বিজয়ী হবেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, রংপুর-৩ আসনে জাতীয় পার্টির বিশাল সমর্থক গোষ্ঠী আছে, তাদের বিভিন্ন ধরনের প্রত্যাশা থাকতে পারে। তবে দলীয় প্রার্থীর পক্ষে সবাই একযোগে কাজ করবেন এমন আশাও প্রকাশ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ বা দ্বন্দ্ব নেই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবেই রংপুর-৩ আসনে প্রার্থিতা ঘোষণা করবে। মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে। তবে কেউ শৃঙ্খলা নষ্ট করতে চাইলে দলীয়ভাবেই ব্যবস্থা নেয়া হবে।

জিএম কাদের আরও বলেন, জাতীয় সংসদের আগামী অধিবেশনের আগেই বিরোধীদলীয় নেতা নির্ধারণ করা হবে।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, রংপুরে বিচ্ছিন্ন দু-একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যার সঙ্গে জাতীয় পার্টির কেউ জড়িত নয়। একটি তৃতীয় পক্ষ যদি চক্রান্ত করতে চেষ্টা করে তা সফল হবে না।

পূর্ববর্তী নিবন্ধজামিন পাননি দুদকের বরখাস্ত পরিচালক বাছির
পরবর্তী নিবন্ধব্যারিস্টার মইনুলের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ