জাতীয় পার্টির ক্ষমতায় আসা এখন সময়ের দাবি : মুজিবুল হক চুন্নু

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পাটির ঢাকা মহানগর উত্তরের ভাষানটেক থানার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু

জনগণের ন্যায্য দাবি আদায়ে রাজপথে সোচ্চার হওয়ার জন্য জাতীয় পার্টিকে তৃণমূলে সংগঠিত করার বিকল্প নেই বলে মনে করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, অসহায় জনগণকে উদ্ধারের জন্য জাতীয় পার্টির ক্ষমতায় আসা এখন সময়ের দাবি। এ জন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে।

বুধবার (৩০ মার্চ) দলটির ঢাকা মহানগর উত্তরের ভাষানটেক থানার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভাষানটেক বিআরটিএ মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সেন্টু।

মুজিবুল হক চুন্নু বলেন, সাংগঠনিকভাবে তৃণমূল শক্তিশালী হলে পার্টি শক্তিশালী হবে। জাপা চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে আমরা জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে চাই। এজন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঞা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরমজান মাসেও চলবে করোনার টিকাদান: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রতারণার অভিযোগে রিমি সেনের মামলা