জাতীয় পার্টির মুখপাত্র রুহুল আমীন হাওলাদার

পপুলার২৪নিউজ প্রতিবেদক

জাতীয় পার্টির মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় সিদ্ধান্তসহ যে কোনো বিষয়ে এখন থেকে তিনিই কথা বলবেন।

রুহুল আমীন হাওলাদারকে এ দায়িত্ব দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক দলীয় নীতি ও সিদ্ধান্তের বিষয়াদি সম্পর্কে একমাত্র মহাসচিবই মিডিয়াকে অবহিত করা এবং মিডিয়ার কাছে বক্তব্য রাখার এখতিয়ার রাখবেন।

মিডিয়ায় পার্টির অন্য কারও বক্তব্য বা মন্তব্য তার নিজস্ব হিসেবে বিবেচিত হবে।

রুহুল আমীন হাওলাদার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটেরও প্রধান মুখপাত্র। তার সেই দায়িত্বও বহাল থাকবে।

বুধবার সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় বিষয়টি সাংবাদিকদের জানান।

পূর্ববর্তী নিবন্ধমিঠুন-মাহমুদউল্লাহর ব্যাটে চাপ সামলে লাঞ্চে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধতফসিলের পর সরকারি অর্থে বিজ্ঞাপন নির্বাচনী আইনের লঙ্ঘন: রিজভী