জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে বাংলাদেশ মিশনের আয়োজনে এবং জাতিসংঘের পিস কিপিং অপারেশন বিভাগ ও স্ট্রাটিজিক ফোর্স জেনারেশন সেল এর ব্যবস্থাপনায় দুইদিনব্যাপী “ইউএন পিস কিপিং র্যাপিড ডিপ্লোয়মেন্ট” বিষয়ক কর্মশালার আজ ছিল প্রথম দিন। সকাল ১০ টায় শুরু হওয়া এ অনুষ্ঠান বিকাল ৬টা পর্যন্ত চলে। আগামীকাল এ কর্মশালা শেষ হবে।
একটি দিক-নির্দেশনামূলক ডকুমেন্টস্ এবং ভবিষ্যতে শান্তিরক্ষী মোতায়েন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কার্যপ্রণালী প্রস্তুত করার লক্ষ্যে, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দ্রুত শান্তিরক্ষী মোতায়েনের ক্ষেত্রে যে বিশেষ চ্যালেঞ্জগুলো রয়েছে তার আলোচনা ও বিশ্লেষণ করাই এই কর্মশালার উদ্দেশ্য।
কর্মশালাটির উদ্বোধন করেন জাতিসংঘের ফিল্ড সাপোর্ট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে। উদ্বোধনী ভাষণে মি: খারে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অসামান্য অবদানের প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও ইতিবাচক মনোভাবের কথা উল্লেখ করেন। শান্তিরক্ষা কার্যক্রমে জাতিসংঘের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে ব্যক্তিগত আগ্রহ ও সক্রিয় ভূমিকা রাখার জন্য তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। জনাব খারে সরঞ্জাম রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের উচ্চ মান বজায় রাখার কথা বিশেষভাবে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, কানাডা, জার্মানী, জাপান, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলংকা, ভুটান, আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, জাতিসংঘের অন্যান্য সংস্থা ও জাতিসংঘ সদরদপ্তরের সংশিষ্ট কর্মকর্তাসহ প্রায় ৮০জন অংশগ্রহণকারী এ কর্মশালায় যোগ দেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আন্তরিক প্রতিশ্রæতি এবং বাংলাদেশের শান্তিরক্ষীদের উপর পূর্ণ আস্থার কারণে জাতিসংঘ বাংলাদেশ মিশনকে এই কর্মশালার ভ্যেনু হিসেবে নির্বাচন করেছে। এই কর্মশালাটি ২০১৫ সালে অনুষ্ঠিত ‘লিডার সামিট’ এর ফলোআপ ইভেন্ট। বাংলাদেশ ছিল ‘লিডার সামিট’-এর যৌথ আয়োজক যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী সামরিক বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মোতায়েনের প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, বিশ্বের ১১টি বিভিন্ন মিশনে প্রায় ৭ হাজার সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষস্থানীয় শান্তিরক্ষী মোতায়েনকারী দেশ হিসেবে কাজ করে যাচ্ছে। জাতিসংঘের চাহিদা অনুযায়ী ৬০ দিনের মধ্যে দ্রুততার সাথে শান্তিরক্ষী মোতায়েনে প্রতিশ্রুত দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।
জাতিসংঘে বাংলাদেশ মিশনের শান্তিরক্ষা বিষয়ক কর্মশালা
পপুলার২৪নিউজ ডেস্ক: