নিউজ ডেস্ক :
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে জাতিসংঘের অর্থবহ সমর্থন চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
এসময় আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
মো. তৌহিদ হোসেন জাতিসংঘের ঢাকা কার্যালয়ের সবাইকে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজ চালিয়ে যাওয়ার গুরুত্বারোপ করেন।
তিনি সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতিসংঘের গঠনমূলক সহায়তার গুরুত্বও তুলে ধরেন।
অর্থনৈতিক সহযোগিতা, এলডিসি উত্তরণ, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশে চলমান জাতিসংঘের মানবিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন তারা।
জাতিসংঘের অর্থবহ সমর্থন চান পররাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক :
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে জাতিসংঘের অর্থবহ সমর্থন চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
এসময় আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
মো. তৌহিদ হোসেন জাতিসংঘের ঢাকা কার্যালয়ের সবাইকে পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজ চালিয়ে যাওয়ার গুরুত্বারোপ করেন।
তিনি সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতিসংঘের গঠনমূলক সহায়তার গুরুত্বও তুলে ধরেন।
অর্থনৈতিক সহযোগিতা, এলডিসি উত্তরণ, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশে চলমান জাতিসংঘের মানবিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন তারা।