জলাবদ্ধতার সমাধান চাইলেন মেয়র আনিসুল হক

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ঢাকার জলাবদ্ধতার সমস্যার দ্রুত সমাধান নেই।

বুধবার রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা পরিদর্শনকালে মেয়র এ কথা বলেন।

তবে আগামীতে এ সমস্যা আর থাকবে না বলেও আশ্বস্ত করেছেন এই নগরপিতা।

এদিকে বিকাল পাঁচটার দিকে রাজধানীর সোনারগাঁও মোড়ে নগরের জলাবদ্ধতা পরিদর্শনে এসে মেয়র উপস্থিত জনসাধারণের কাছে জলাবদ্ধতা সমস্যার সমাধান চান। তিনি বলেন, ‘আমাকে কেউ একজন বলুন, এর সমাধান কী?’

তবে জলাবদ্ধতার কারণ হিসেবে খালগুলো ভরাট হয়ে যাওয়াকেই দায়ী করেন মেয়র।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি : প্রতিবেদন ১৭ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধমাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন চাই : স্বরাষ্ট্রমন্ত্রী