জলবায়ু চুক্তিতে আগ্রহ হারাচ্ছেন এরদোগান

পপুলার২৪নিউজ ডেস্ক:
গত বছর ফ্রান্সে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার কারণে উন্নয়নশীল ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

এজন্য তার দেশ প্যারিস সম্মেলনে করা অনুস্বাক্ষর নিয়ে সন্দিহান এবং এ কারণে জলবায়ু সম্মেলনে তুরুস্কের আগ্রহ কমে যাচ্ছে বলে তিনি জানান।

শনিবার জি২০ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ২০১৬ সালে ‘ফ্রান্স সম্মেলন’এ তুরস্ক যখন অনুস্বাক্ষর করে তখন ফ্রান্স বলেছিল তুরস্কও ক্ষতিপূরণপ্রাপ্তদের মধ্যে থাকবে।

কিন্তু বর্তমানে চুক্তি থেকে ট্রাম্পের পিছুটানের ফলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ফ্রান্স সম্মেলনের সেই প্রতিশ্রুতি যদি ঠিক থাকে তাহলে তুরস্কের সংসদে চুক্তি অনুমোদন পেতে পারে। অন্যথায় এ চুক্তি পাস হবে না।

তুরস্কের সংসদে এখনো ওই চু্ক্তি অনুমোদন দেয়া হয়নি বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধযশোরে হাসপাতাল থেকে নবজাতক চুরি
পরবর্তী নিবন্ধওরালসেক্স ছড়াচ্ছে ভয়ংকর ব্যাকটেরিয়া, হচ্ছে সুপার গনোরিয়া!