জরুরি অবস্থা উপেক্ষা করে সুদানে হাজারো মানুষের বিক্ষোভ

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

জরুরি অবস্থা উপেক্ষা করে সুদানের রাজধানী খার্তুমে বিক্ষোভ করছে হাজারো মানুষ। দেশটির সেনাবাহিনীর প্রধান কার্যালয়ের বাইরে চলছে এ বিক্ষোভ।

প্রেসিডেন্ট ওমর আল বশিরকে বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী উৎখাত এবং গ্রেফতার করেছে।

এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী টিভিতে এক ঘোষণায় বলেছেন, একটি সামরিক কাউন্সিল দু”বছর মেয়াদের এক অন্তর্বর্তী প্রশাসন পরিচালনা করবে এবং তার পর নতুন সংবিধানের আওতায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

কিন্তু বিক্ষোভকারীদের ভাষ্য, ওই সামরিক কাউন্সিল দেশটির প্রেসিডেন্টের শাসন ব্যবস্থার আরেক রুপ।

সুদানের কংগ্রেস পার্টির নেতা ওমর এলডিগার, সামরিক বাহিনীর দেয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আমরা এ অর্ধেক বিজয় গ্রহণ করবো না, আমাদের পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

ইতিমধ্যে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন বিক্ষোভকারী ও দেশটির সেনাবাহিনীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

জরুরি অবস্থা উপেক্ষা করে সুদানে হাজারো মানুষের বিক্ষোভ

সরকারিভাবে রুটির দাম বাড়ানোর পর গেল বছরের ডিসেম্বরে বশিরের বিপক্ষে প্রথম বিক্ষোভ শুরু হয়। তখন থেকে এ পর্যন্ত এই বিক্ষোবে ৪৯ জন নিহত হয়েছেন।

১৯৮৯ সালে এক সামরিক অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট ওমর আল-বশির। দীর্ঘ ৩০ বছর ধরে একটানা ক্ষমতা ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধফেনীতে এবার প্রধান শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা
পরবর্তী নিবন্ধশাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণ ও ৮০টি কচ্ছপসহ বাবা-ছেলে আটক