জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন আমিরাতের অবৈধ প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিনা জরিমানায় দেশে ফিরতে পারবেন।

বুধবার (১৮ নভেম্বর) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট অফিস এ তথ্য জানিয়েছে।

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট অফিস জানায়, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ চলতি বছর ৩১ মার্চের মধ্যে শেষ হয়ে গেছে, তারা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন।

আমিরাতে অবস্থানরত সব অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের এই সুযোগ নেওয়ার জন্য অনুরোধ করেছে কনস্যুলেট অফিস।

পূর্ববর্তী নিবন্ধটিউশন ফি ছাড়া অন্য খাতে টাকা নিতে পারবে না স্কুল-কলেজ
পরবর্তী নিবন্ধসোনালী ব্যাংকরে নতুন উপব্যবস্থাপনা পরচিালক আব্দুল মান্নান