জমির জেরে চাচা খুন

উপজেলা প্রতিনিধি  : ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে আওলাদ হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে তার ভাতিজারা।

সোমবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামের মাঠে কাজ করার সময় তার ভাতিজারা কোদালের আচাড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। আওলাদ হোসেন ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

নিহতের ভাইরা ভাই মতলেবুর রহমান জানান, ১০ কাঠা জমি নিয়ে নিহতের বড়ভাই নিয়ামত আলীর তিন ছেলে জহর আলী, শহিদুল ইসলাম ও মহিদুল ইসলামের সঙ্গে বিবাদ চলছিল। এ নিয়ে একাধিকবার সদর থানা ও বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পে সালিশ-বৈঠকও হয়েছে। তবুও তারা কোনো শালিস বৈঠক মানেনি।

সোমবার বিকেলে আওলাদ যখন মাঠে কাজ করছিলেন, তখন তার বড় ভায়ের তিন ছেলে মাঠে গিয়ে কোদালের আচাড়ি দিয়ে পিটাতে থাকে। এক পর্যায়ে মাথায় কোদালের আঘাত লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, নিহত হওয়ার সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, আমি ঘটনা স্থলেই আছি। হত্যাকারীদের আটকে অভিযান চালানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতাবিরোধী অপশক্তির বিনাশ প্রয়োজন :তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধদুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো: প্রধানমন্ত্রী