জনস্রোতে ভালোবাসায় সিক্ত বিশ্ব চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক : উৎসব শুরু হয়ে গিয়েছিল গত শনিবারই যেদিন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত জিতে নেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। বার্বাডোজের টিম ইন্ডিয়ার অসাধারণ পারফরম্যান্সে মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা সব জায়গাতেই হয়েছে ক্রিকেট উৎসব। পরদিনই মেন ইন ব্লুদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু বার্বাডোজের বৈরী আবহাওয়ার কারণে তাদের অপেক্ষা, উৎসব দীর্ঘায়িত হয়।

অবশেষে বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দল পৌঁছায় নিজ দেশে। এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট তাদের নিয়ে আসে দিল্লিতে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সৌজন্য সাক্ষাতের পর পুরো দল চলে আসে মুম্বাই। এখানেই আসল উৎসব। যেখানে জনগনের ভালোবাসায় সিক্ত হন রোহিত, কোহলিরা। বিশ্বকাপ ট্রফি হাতে ঐতিহাসিক র‍্যালির সাক্ষী হতে ভক্ত, সমর্থকদের উৎসাহ-উন্মাদনা-উদ্দীপনার কোনো কমতি ছিল না। মুম্বাইয়ে আরব সাগরের তীরে নামে সমর্থকরদের জন সমুদ্র।

এছাড়া ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের দেওয়া হয় সংবর্ধনা। যেখানে ৪৫ হাজার দর্শক উপস্থিত থেকে বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করে নেন।

পূর্ববর্তী নিবন্ধজাস্টিন বিবার কত টাকায় অনন্ত-রাধিকার বিয়েতে গাইতে আসছেন
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী‌কে ‘ইকেবানা’ উপহার পাঠালেন বাবা হারানো জাপানি কন্যা