জনতা ব্যাংক পিএলসির ব্যবসায়িক পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক পিএলসির চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকায় শনিবার (২৬ আগস্ট ) দিনব্যাপী ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ডিএমডি মোঃ কামরুল আহছান ও মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও) বক্তব্য রাখেন।

ব্যাংকের ডিএমডি মোঃ গোলাম মরতুজার সভাপতিত্বে সভায় ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঢাকা-উত্তর ও ঢাকা-দক্ষিণ এর আওতাধীন এরিয়া অফিসের প্রধান ও কর্পোরেট-২ শাখার প্রধানগণ অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধজালিয়াতি করে আনা মশা মারার ওষুধ ‘কার্যকর’
পরবর্তী নিবন্ধশতাধিক কিস্তি ক্রেতার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা