জনতা ব্যাংকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জনতা ব্যাংক পিএলসির সকল মহাব্যবস্থাপকদের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ পরিপালন বিষয়ে অধিকতর সচেতন করার লক্ষ্যে শনিবার (৩১ আগষ্ট) জনতা ব্যাংক স্টাফ কলেজে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের দুইজন যুগ্ন পরিচালক, জনতা ব্যাংক পিএলসি.’র প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (CAMLCO) এবং উপপ্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (DCAMLCO) বক্তব্য রাখেন।

দিনব্যাপি ওয়ার্কসপে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ, ট্রেড বেইজড মানিলন্ডারিং প্রতিরোধ, বিগত দিনগুলোতে ঘটে যাওয়া এ বিষয়ক আর্থিক অনিয়মসমূহের বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আদানপ্রদান এবং সেসব অনিয়ম দূরীকরণে কী কী ধরণের পদক্ষেপ নেওয়া যেতো সে বিষয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে এ বিষয়ে অধিকতর সচেতন থাকার ব্যপারে গুরত্বারোপ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএস আলমের আরও এক ব্যাংকের পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
পরবর্তী নিবন্ধচিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল