জনতা ব্যাংকের স্টাফ কলেজের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ রোববার (১২মার্চ) জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত ১৫ কর্মদিবস ব্যাপী ‘ফরেন এক্সচেঞ্জ এন্ড ইন্টারন্যাল ট্রেড ফিন্যান্স’ (ব্যাচ নং-০১/২০২৩) শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। উক্ত প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংক লিমিটেড এর মোট ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

প্রধান অতিথির বক্তব্যে এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকের বৈদেশিক বিনিময় এবং আন্তর্জাতিক বানিজ্য কার্যক্রম পরিচালনার জন্য পেশাগত দক্ষতা অর্জন ও বাস্তবায়নের জন্য নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ প্রদান করেন। জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকার ইনচার্জ ডিজিএম আহমাদ মুখলেসুর রহমানসহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধটাইগারদের বোলিং তোপে শুরুতেই বিপদে ইংল্যান্ড
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের মানি লন্ডারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত