জঙ্গিবিরোধী কর্মকাণ্ডে বিশ্বে মডেল বাংলাদেশ : আইজিপি

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জঙ্গিবিরোধী কর্মকাণ্ডে সারা পৃথিবীতে বাংলাদেশ মডেল হিসেবে পরিচিত। জঙ্গিবাদ নির্মূল হয়েছে সারা পৃথিবীতে এটি কেউ দাবি করতে পারবে না, তবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ হয়েছে। বাংলাদেশ থেকে কার্যকরীভাবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ হয়েছে।

সোমবার  দুপুর দেড়টার দিকে পটুয়াখালী পুলিশ লাইন্সে জেলা পুলিশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, মাদক একটি খারাপ নেশা, এটি পরিবার থেকে বোঝাতে হবে। শুধু অভিযান নয়, মানুষকে সচেতন করতে সারাদেশে কাজ করছে পুলিশ। তারা মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও কাজ করছে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কারণে মাদক নির্মূল পুলিশের প্রধান কাজ। সমাজকে বাঁচাতে হলে, যুব সমাজকে বাঁচাতে হলে, নতুন প্রজন্মকে বাঁচাতে হলে মাদকমুক্ত করতে হবে। সমাজকে মাদকমুক্ত করতে আরও কঠোর হবে পুলিশ।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ১৯৭৫ সালে রাজারবাগে প্রথম পুলিশ সপ্তাহে বলেছিলেন, এই পুলিশ ব্রিটিশ কিংবা পাকিস্তানের পুলিশ নয়, এই পুলিশ স্বাধীন বাংলাদেশের পুলিশ। বঙ্গবন্ধু চেয়েছিলেন, পুলিশ হবে জনগণের পুলিশ। জনগণের পুলিশ হওয়ার জন্য মুজিববর্ষ সামনে রেখে সারা বছর জনগণের মধ্যে পুলিশি ভীতি দূর করতে কাজ করছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধউহানে করোনাভাইরাসে আক্রান্ত ৫ লাখ, কোটি ছাড়িয়ে যাওয়ার শঙ্কা
পরবর্তী নিবন্ধসালমান খানকে বিয়ে করতে বললেন শিল্পা শেট্টি