জঙ্গিদের পরিকল্পনা সফল হয়নি : শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি ,পপুলার২৪নিউজ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর অতর্কিত হামলার ঘটনা ন্যাক্কারজনক। এর তীব্র নিন্দা জানাচ্ছি। জঙ্গিরা এ খ্যাতিমান লেখককে মেরে ফেলার জন্যই হামলা চালিয়েছিল। তাদের পরিকল্পনা সফল হয়নি।

রোববার দুপুরে সিলেটের গোলাপগঞ্জের হাজিপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্মকে শুধু শিক্ষিত করলেই হবে না তাদের দিকে খেয়াল রাখতে হবে। তারা কী করছে, তারা কি কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে? এসব বিষয়ে অভিভাবকদের লক্ষ রাখতে হবে। তিনি নতুন প্রজন্মকে আলোর পথে নিয়ে যেতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

নুরুল ইসলাম নাহিদ বলেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যাতে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকে আমাদের সেদিকে লক্ষ্য রেখে সরকারের প্রতি সর্বাধিক সহযোগিতায় হাত প্রসারিত করতে হবে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আক্তার হোসেন চৌধুরী দোলনের সভাপতিত্বে ও এম এ মালেকের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) মামুনুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আজমল হোসেন চৌধুরী শুভন।

পূর্ববর্তী নিবন্ধআফরিনে নেমেছে তুরস্কের নারী যোদ্ধারা
পরবর্তী নিবন্ধ‘সাড়ে ৩ ঘণ্টার মধ্যে জামিনের নেপথ্যে কারা’