নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের জগন্নাথপুরে ফেরি পারাপারে যানবাহন থেকে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ উঠেছে। জগন্নাথপুর উপজেলা মাইক্রোবাস, ট্রাক, সিএনজি শাখার পরিবহন শ্রমিকরা বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র ও শ্রমিক সুত্রে জানা যায়, আব্দুস সামাদ আজাদ সড়কের (পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ- আউশকান্দি আঞ্চলিক) রানীগঞ্জ বাজারের কুশিয়ারা নদীর ওপর ফেরি পারাপারে বেশ কিছুদিন ধরে রাত ৮টার পর থেকে বিভিন্ন যানবাহন থেকে নির্ধারিত ভাড়া আদায় না করে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। প্রতি সিএনজি চালিক অটোরিকশা থেকে দশ টাকার পরিবর্তে দুইশত টাকা ও প্রতিটি ট্রাক থেকে একশত টাকার পরিবর্তে পাঁচশত টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। এছাড়াও মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি অভিযোগে উল্লেখ করা হয়েছে।
উপজেলা মাইক্রোবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রুনু মিয়া বলেন, রানীগঞ্জ ফেরি পারাপারে প্রতিদিন ঢাকাসহ সিলেটের বিভিন্ন অঞ্চলের শত শত যানবাহন এ ফেরি দিয়ে চলাফেরা করে। সাম্প্রতিককালে হঠাৎ করে ফেরি পারাপারে অতিরিক্ত ভাড়া পরিবহন থেকে আদায় করা হচ্ছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এব্যাপারে রানীগঞ্জ ফেরি সার্ভিস’র ইজারাদার আব্দুল কাসেমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুম অভিযোগ পত্রের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।