জগন্নাথপুরে আমনের বাম্পার ফলন

নুর উদ্দিন, সুনামগঞ্জ থেকে:

সুনামগঞ্জের জগন্নাথপুরে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। জমিতে পাকা-আধা পাকা ধানের মৌ মৌ গন্ধ বাতাসে চারদিকে ছড়িয়ে পড়েছে। জমিতে বাম্পার ফলন দেখে কৃষক-কৃষাণীর মুখে হাসি ফুটে উঠেছে।
জানা যায়, জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা আমন আবাদে কৃষকের উৎসাহিত করেন। তাদের দিক-নির্দেশনায় ও তদারকিতে উপজেলার ছোট ছোট হাওর ও বাড়ির আঙিনায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে ধান কাটা শুরু হয়ে গেছে। বর্তমানে ধান কাটা, মাড়াই করা, শুকানো ও গোলায় তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক-কৃষাণীরা।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, এবার জগন্নাথপুরে ৮ হাজার ২৫০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। আবাদকৃত আমনের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। জমিতে অধিক ফসল দেখে কৃষক-কৃষাণীর মুখে হাসি ফুটে উঠেছে।

পূর্ববর্তী নিবন্ধদোয়ারায় নার্সারী ও সবজি চাষে সাবলম্বী বাদশাহ
পরবর্তী নিবন্ধআসন বণ্টন নিয়ে প্রধানমন্ত্রীকে এরশাদের চিঠি