পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নাটোর থেকে গ্রেফতার করা জঙ্গি রাশেদ ওরফে আবু জাররাকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নূরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন। রাশেদকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
এর আগে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাশেদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হবে বলে জানিয়েছিলেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
মনিরুল বলেন, তাকে (রাশেদ) গ্রেফতারের পর তদন্ত কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। সে যদি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় অথবা নাও দেয় তার কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চার্জশিট প্রস্তুত করা হবে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় দেশের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে ১৭ বিদেশি নাগরিকসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। পরদিন সকালে প্যারা কমান্ডো অভিযান চালানো হয়। ‘অপারেশন থান্ডার বোল্ট’ নামে ওই অপারেশনে নিহত হয় ৫ জঙ্গি।
ওই ঘটনার অন্যতম প্রধান পরিকল্পনা ও সমন্বয়কারী রাশেদ ওরফে আবু জাররাকে (২৪) নাটোর থেকে শুক্রবার গ্রেফতার করা হয়।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, বগুড়া জেলা পুলিশ ও নাটোর পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয় রাশেদ।