ছোট বোনের হয়ে পরীক্ষা দিতে গিয়ে বড় বোন ধরা

পপুলার২৪নিউজ ডেস্ক

রাজশাহীর পুঠিয়ায় ছোট বোনের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন সাদিয়া খাতুন (২২) নামে এক কলেজছাত্রী। শনিবার সকালে উপজেলার বানেশ্বর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত সাদিয়া খাতুন উপজেলার বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্র জামিরা এলাকার ইছাহাক আলীর মেয়ে। ছোট বোনের হয়ে চলমান এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বসেছিলেন সাদিয়া।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান বলেন, পরীক্ষা শুরুর পর কক্ষ পরিদর্শক ওই ভুয়া পরীক্ষার্থীকে শনাক্ত করেন। এ সময় কেন্দ্রে দায়িত্বরত পুলিশ তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদের ভ্রাম্যমাণ আদালতে নেয়। পরে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে ওই ছাত্রীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধভালো বেতনে চাকরির কথা বলে তরুণীকে যৌনপল্লীতে বিক্রির চেষ্টা
পরবর্তী নিবন্ধদৃশ্যমান হলো স্বপ্নের মেট্রোরেলের প্রথম স্প্যান