ছোট বোনকে নিয়ে মেট্রোরেল উদ্বোধনে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক:

বহুল প্রতীক্ষিত স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করতে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে উত্তরার দিয়াবাড়ী স্টেশনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে মেট্রোরেলের প্রথম স্টেশন উত্তরা উত্তর স্টেশনে পৌঁছান তিনি।

এরপর বেলা ১১টায় উত্তরার ১৫ নম্বর সেক্টরের ‘সি’ ব্লকের মাঠে দেশের যোগাযোগ ব্যবস্থায় এ বৃহৎ অবকাঠামো উদ্বোধন করেন তিনি। এরপর মোনাজাত করে দোয়া করা হয়।

শুরুতে সীমিত পরিসরে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। আগামীকাল বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সড়ক ‍ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লা নুরী, মেট্রোরেল কোম্পানির এমডি এম এন সিদ্দিক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত আছেন।

উদ্বোধনী দিনে শেখ হাসিনা, শেখ রেহানা এবং সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টরা টিকিট কেটে মেট্রোরেলে ভ্রমণ করবেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিভাবানদের বড় সুযোগ দিতে সিলেট স্ট্রাইকার্সের পেসার হান্ট
পরবর্তী নিবন্ধকাল থেকে মেট্রোরেলে চড়তে পারবেন সাধারণ যাত্রীরা