ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার মিনু মারা গেছেন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সয়া হাটে ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার ভ্যানচালক মিনু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকালে মিনুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।

গত ২১ জুলাই গণপিটুনির শিকার হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর তার মৃত্যু হলো।

নিহত মিনু ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

ওসি জানান, গত ২১ জুলাই কালিহাতী উপজেলার নারান্দিয়ার সয়া হাটে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়ার ঘটনায় মিনু মিয়ার ভাই রাজিব হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। পরে ২২ জুলাই রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চগড়ে স্কুলের দেয়াল ধসে শিক্ষার্থী নিহত
পরবর্তী নিবন্ধবিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের গুরুতর অসুস্থ