গতকাল বুধবার রাত থেকে হল কর্তৃপক্ষের দেয়া একটি নোটিশ ভাইরাল হয়। নোটিশে বলা হয়েছে, হলের ভেতর দিনে কিংবা রাতে কখনোই ছাত্রীদের অশালীন পোশাক (সালোয়ারের ওপর গেঞ্জি) পরা যাবে না। এ পোশাকে হলের কার্যালয়ে কোনো কাজের জন্য ঢোকা যাবে না। কেউ যদি তা করেন, তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হল কর্তৃপক্ষ বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। ‘
হলের ছাত্রীদের পাশাপাশি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই বিষয়টি নিয়ে সরব হন। তাদের সবার একটাই প্রশ্ন, ‘সালোয়ারের ওপর গেঞ্জি কী করে অশালীন পোশাক হয়?’ একজন মন্তব্য করেছে, ‘কী পরে ঘুমাতে যাবো এটা যে ঠিক করে দেয়নি তাই তো অনেক!’
আজ বৃহস্পতিবার হল প্রাধ্যক্ষের স্বাক্ষর করা অন্য একটি নোটিশে দাবি করা হয়েছে, মেয়েদের পোশাক পরিধান সংক্রান্ত একটি বিকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত একটি নোটিশ অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগের সাইটে ছড়িয়ে দেয়া হয়েছে। বিকৃত নোটিশটি হল কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।