জ্যেষ্ঠ প্রতিবেদক
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক আবু সুফিয়ানকে বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী।
সম্প্রতি ভিকারুননিসার বসুন্ধরা শাখার নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির ইংরেজি বিষয়ের শিক্ষক আবু সুফিয়ানের বিরুদ্ধে।
গত ২৩ আগস্ট ওই শিক্ষার্থীর বাবা তার মেয়েকে যৌন হয়রানি করা হয়েছে উল্লেখ করে ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে শিক্ষার্থীর বাবা উল্লেখ করেন, ‘আমার মেয়ে ভিকারুননিসা স্কুলের বসুন্ধরা শাখার নবম শ্রেণির দিবা শাখার ছাত্রী। ওই শাখার ইংরেজি বিষয়ের শিক্ষক আবু সুফিয়ানের কাছে সে প্রাইভেট পড়তে যেত। ওই শিক্ষক প্রাইভেট পড়ানোর ফাঁকে বিভিন্ন সময় আমার মেয়েকে অশালীন খুদেবার্তা (এসএমএস) পাঠিয়েছে, যেগুলো খুবই আপত্তিকর ও সম্মানহানিকর। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। আমি এ ঘটনার প্রতিকার চাই।’
ভিকারুননিসার বসুন্ধরা শাখার কয়েকটি সূত্রে জানা গেছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে শিক্ষক আবু সুফিয়ানের বিরুদ্ধে ওই স্কুলের প্রাথমিক স্তুরের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এরপর তাকে অন্য শাখায় বদলি করা হয়। তার বদলি ঠেকাতে শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন শুরু করান আবু সুফিয়ান। এক পর্যায়ে শিক্ষার্থীরা বসুন্ধরা শাখার ইনচার্জ জগদীশ চন্দ্র পালের কক্ষে তালা ঝুলিয়ে দেন। বাধ্য হয়ে তার বদলির আদেশ প্রত্যাহার করা হয়।
বসুন্ধরা দিবা শাখার এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, আবু সুফিয়ানের বিরুদ্ধে শুধু ছাত্রী নয়, নারী শিক্ষক ও ছাত্রীদের মায়েদের সঙ্গেও আপত্তিকর আচরণ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ আছে। এসব অভিযোগ যখনই সামনে আসত বা কর্তৃপক্ষ আমলে নিতো, তখন শিক্ষার্থীদের আন্দোলনে নামানোর হুমকি দিতেন আবু সুফিয়ান। শিক্ষার্থীরা না বুঝে তার ডাকে সাড়া দিয়ে আন্দোলন শুরু করত।
তিনি আরও জানান, ছাত্রীদের অল্প বয়সী মায়েরা আবু সুফিয়ানের টার্গেটে থাকতেন। তাকে প্রায়ই বসুন্ধরা এলাকায় ছাত্রীর মায়েদের সঙ্গে রেস্টুরেন্টে খেতে দেখা যায়। এছাড়া তিনি অনুমতি ছাড়াই শিক্ষার্থীর বাসায় চলে যেতেন। এসব বিষয়ে বিভিন্ন সময়ে অধ্যক্ষকে জানানো হয়। কিন্তু অদৃশ্য কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে তিনি আরও সাহস পেয়ে যান।
জানা গেছে, গত বছর অভিযুক্ত শিক্ষক আবু সুফিয়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের দায়িত্ব পান একই প্রতিষ্ঠানের প্রধান শাখার এক শিক্ষক। সেই শিক্ষককে অপমান ও হেনস্তার হুমকি দেন আবু সুফিয়ান। ফলে তিনি আর তদন্ত কাজ করেননি।
হুমকি পাওয়া ওই শিক্ষক বলেন, ‘আমি তদন্তের জন্য বসুন্ধরা শাখায় যাচ্ছিলাম। সেখানে গেলে আমি সম্মান নিয়ে ফিরে আসতে পারব না—এমন হুমকি দেওয়া হয়। এরপর আমি মাঝপথ থেকে ফিরে আসি। তার বিরুদ্ধে শুধু ছাত্রী নয়, ছাত্রীদের মায়েদেরও যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে।’
এ বিষয়ে অভিভাবক ঐক্য ফোরামের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু বলেন, গভর্নিং বডির আশকারায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি ও নির্যাতন বেড়েই চলছে, যা খুবই উদ্বেগজনক। অভিভাবকরা শিক্ষার্থীদের স্কুলে পাঠিয়ে বাসায় নিরাপদ থাকতে পারেন না। এসব শিক্ষক নামধারী চরিত্রহীন লম্পট শিক্ষকদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। যেন অন্যরা দেখে ভয় পায়।