ছাত্রদের আন্দোলন জাতীয় ঐক্যের পথ খুলে দিয়েছে : ফখরুল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ছাত্রদের আন্দোলন জাতীয় ঐক্যের পথ খুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন।

তিনি বলেন, ‘আমাদের ছেলেরা আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা রাজনীতিহীনতার কথা, স্বৈরাচারী চেহারার কথা, অবিচারের কথা, দুর্নীতির কথা বলে এসেছি এবং একটি জাতীয় ঐক্যের কথা বলে এসেছি। ছাত্রদের আন্দোলন আমাদের জাতীয় ঐক্যের পথ খুলে দিয়েছে। আমরা আছি আমাদের ছেলে-মেয়েদের সঙ্গে। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ হব এবং ঐক্যবদ্ধ হয়ে দানব সরকারকে সরাবো।’

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’ এর ব্যানারে আয়োজিত শিক্ষার্থীদের ওপর নিপীড়নের প্রতিবাদ সংহতি সমাবেশ তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ওপর দানব সরকার চেপে বসেছে। এই দানব সরকার থেকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে। এটা কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়। এটি বড় সমস্যা।’

 

তিনি বলেন, আমার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলাকে খুব একটা কিছু মনে করি না। আমার বিরুদ্ধে এ পর্যন্ত ৮৬টি মামলা হয়েছে।

ফখরুল বলেন, আমাদের বেশিরভাগ নেতাদের বিরুদ্ধে ১০০-২০০ মামলা আছে। এটি আমাদের কাছে কোনো সমস্যা না।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দেয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধসড়ক পরিবহন আইনের খসড়া অনুমোদন, সর্বোচ্চ ৫ বছরের দণ্ড
পরবর্তী নিবন্ধখসরু-মিলন-মান্নাকে গ্রেফতারের দাবি