ছাতক পৌরসভার কাউন্সিলর  কাকলী জেল হাজতে 

সুনামগঞ্জ প্রতিনিধি : ছাতক পৌরসভা কার্যালয় ভাংচুর ও পৌরসভার মেয়র ও কর্মকর্তা-কর্মচারী সহ কাউন্সিলরবৃন্দকে গালাগাল এবং অশালিন আচরন করার অভিযোগ দায়েরী মামলায় ছাতক পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলীকে জেল হাজতে পাঠিয়েছন আদালত। এ মামলায় মঙ্গলবার সুনামগঞ্জ দ্রুতবিচার ট্রাইব্যুনালে হাজিরা দিতে গেলে আদালত নারী কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, তার স্বামী এবং ১ ভাই সহ ৩ জনের জামিন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ মামলার ৪ আসামীর মধ্যে ১জন পলাতক রয়েছে। এ ঘটনায় এর আগে ২১ অক্টোবর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কাউন্সিলর পদ থেকে তাসলিমা জান্নাত কাকলীকে সাময়িক বরখাস্ত করা হয়। ছাতক পৌরসভা কার্যালয় ভাংচুর ও পৌরসভার মেয়র, কর্মকর্তা-কর্মচারী সহ কাউন্সিলরবৃন্দকে গালাগাল এবং অশালিন আচরন করার অভিযোগ  মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলীর বিরুদ্ধে গত ২৮ আগষ্ট ছাতক থানায় দ্রুতবিচার আইনে একটি মামলা (নং-২৮) দায়ের করা হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মামলার অভিযোগ পত্র (নং-০৭/০৯) দ্রুতবিচার মামলা নং ০১/২১ হিসেবে উক্ত অভিযুগ পত্র গৃহীত হয়। আনিত অভিযোগ স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯এর ধারা ৩২ এর উপধার (১) এর (খ) ও (ঘ) অনুযায়ী কাউন্সিলর পদ থেকে তাকে অপসারনযোগ্য। উক্ত আইন অনুযায়ী ওই নারী কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলীকে সাময়িক বরখাস্ত করা হয়। এদিকে  পৌরসভার এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তকৃত ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলীর ওয়ার্ডে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ১,২ ও ৩ নং ওয়ার্ডর নারী কাউন্সিলর নূরেছা বেগমকে দায়িত্ব দেয়া হয়েছে।  ২৭ অক্টোবর মেয়র আবুল কালাম চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের দায়িত্ব পালনের পাশাপাশি প্যানেল মেয়র-৩ এর দায়িত্বও পালন করবেন তিনি।
পূর্ববর্তী নিবন্ধদেশে টিকা গ্রহীতার সংখ্যা ৮ কোটি ছাড়ালো
পরবর্তী নিবন্ধদৌলতদিয়া ফেরিঘাটে ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজট