ছাতক- দোয়ারার মানুষ লুটের রাজনীতির পরিবর্তন চায়: আইয়ূব আলী

শামীম আহমদ তালুকদার, সুনামগঞ্জ থেকে

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতক- দোয়ারাবাজার নির্বাচনি আসন থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ আইয়ূব করম আলী বলেছেন, কেউ খাবে আর কেউ খাবেনা তা হবেনা তা হবেনা। আগামী নির্বাচনে এ অঞ্চলে একটি আমৃল পরির্বতন নিয়ে আসতে চাই। সে লক্ষ্য নিয়ে দীর্ঘ আট- দশ বছর যাবত ছাতক- দোয়ারার প্রতিটি গ্রামে গ্রামে সাধারন মানুষের সঙ্গে কাজ করছি। আমি বিশ্বাস করি এ অঞ্চলের মানুষ নতুন ও তরুণ নেতৃত্ব চায়। আগামী নির্বাচনে সে লক্ষে মানুষ পরিবর্তন নিয়ে আসবে। সুষম বন্ঠন, উন্নয়ন ন্যায় বিচার প্রতিষ্ঠা, অবহেলিত সুষিত ও উন্নয়ন বঞ্চিত সাধারন মানুষের অধিকার আদায়ের লক্ষে, আগামী নির্বাচনে তাকে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়ার আহবান জানান তিনি। আজ রবিবার বিকাল ২ ঘটিকার সময় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের কর্মী সভায় স্থানীয় বুড়াইর গাঁও বাজারে আয়োজিত সমাবেশে সভাপতির বক্ত্যবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আগামী ৩০ অক্টোবর রোজ মঙ্গলবার বিকাল ২ ঘটিকার সময় স্থানীয় গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন লাইটেস ষ্ট্র্যান্ড এর সামনে ইউনিয়নের বিশাল জনসভার ঘোষনা দেন। ছাতক উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ও তার রাজনৈতিক সচিব শামীম আহমদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হাজী আসকর আলী, হাজী রইছ আলী, মোহাম্মদ সাজিবুল ইসলাম, আব্দুল হাসিম। এ সময় উপস্থিত ছিলেন, জাহির আলী, মকবুল আলী, সমুজ আলী, আফরুজ আলী, মনতাজ আলী, আছদ্দর আলী, ছেরাগ আলী, হাজী ফজর আলী, আব্দুর রাজ্জাক, মনির মিয়া, বাউল চন্দন মিয়া, ছউল মিয়া, ফয়জুনূর, যুবনেতা আনোয়ার হোসেন, বিল্লাল আহমদ, সুয়েব আহমদ, মারুফ আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল হান্নান।

 

পূর্ববর্তী নিবন্ধইমরুল-সাইফউদ্দিনের ব্যাটে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর
পরবর্তী নিবন্ধআরভিনকে ফেরালেন মিরাজ