ছাতক-দোয়ারাবাজারে মানিক ও মিজানের মধ্যে হবে মুল লড়াই

নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আ’লীগ-বিএনপির দলীয় নেতা কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতীক পাওয়ার পর থেকে নেতাকর্মী ও সমর্থকরা মাইকিং, লিফলেট বিতরণ, গণসংযোগ, উঠান বৈঠক, পথসভাসহ নানা ধরনের নির্বাচনী প্রচারণা করে ঘুরে বেড়াচ্ছেন পাড়া-মহল্লায়। সব মিলিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছে এখন সর্বত্র। এখানকার নেতাকর্মী ও সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা দেখলে যে কারো মনে হবে পুরো নির্বাচনী পরিবেশ এসে গেছে এ আসনে। এবার ভোটের মাঠে দুই “ম” মুহিবুর রহমান মানিক ও মিজানুর রহমান চৌধুরির মধ্যে হবে মুল লড়াই। এ আসনে মাঠ চষে বেড়াচ্ছেন মহাজোটের মনোনীত প্রার্থী, বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক (নৌকা) ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরি মিজান (ধানের শীষ)। আ’লীগের প্রবীন প্রার্থী মুহিবুর রহমান মানিক এর আগে দলীয় প্রতিক নৌকা নিয়ে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচন করলেও বিএনপির নবীন প্রার্থী মিজানুর রহমান চৌধুরি দলীয় প্রতিক ধানের শীষ নিয়ে এবারই প্রথম সংসদ নির্বাচনে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। শিল্পাঞ্চল হিসেবে খ্যাত এ আসনে বয়সে প্রবীন প্রার্থী মুহিবুর রহমান মানিক এর সাথে নবীন প্রার্থী মিজানুর রহমান চৌধুরির হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে ভোটারদের ধারণা। এ আসনে হেভিওয়েট প্রার্থী মুহিবুর রহমান মানিক ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর পর ২০০৮ এবং ২০১৪ সালে আবার সাংসদ নির্বাচিত হন তিনি। অপর হেভিওয়েট প্রার্থী মিজানুর রহমান চৌধুরি ২০০৯ সালে ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবার দলীয় প্রতিক ধানের শীষ নিয়ে প্রথমবারের মতো তিনি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা যায়, ছাতক উপজেলায় একশোটি ভোট কেন্দ্রে ২লাখ ৬১ হাজার ৭শ’ ৩৫ জন ভোটার এবং দোয়ারাবাজার উপজেলায় ৫৯টি ভোট কেন্দ্রে ১লাখ ৫৪ হাজার ২শ’ ২৯ জন ভোটার রয়েছে। ৪ লাখেরও অধিক ভোটার অধ্যুষিত এ আসনে জোট-মহাজোটের হেভিওয়েট দুই প্রার্থী ছাড়াও এখানে রয়েছেন আরো ৬ জন প্রার্থী। তন্মধ্যে আইয়ুব করম আলী (উদীয়মান সুর্য), এডভোকেট নাজমুল হুদা হিমেল (লাঙ্গল), মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন (দেওয়াল ঘড়ি), মাওলানা হুসাইন আল হারুন (হাতপাখা), আবদুল ওয়াদুদ (কুঁড়েঘর), আশরাফ হোসেন আশরাফ (টেলিভিশন) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে খেলাফত মজলিস ধানের শীষ প্রতিককে সমর্থন দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিলেট ওসমানী বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণ জব্দ
পরবর্তী নিবন্ধজগন্নাথপুরে আ.লীগ ও বিএনপির প্রার্থী একই মঞ্চে