নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতক-কোম্পানীগঞ্জ নৌ-পথে বেপোরোয়া চাঁদাবাজ সিন্ডিকেট প্রত্যহ সহস্রাধিক বালু ও পাথরবাহি নৌকা থেকে জোরপূর্বক প্রায় দু’লক্ষাধিক টাকা চাঁদা আদায় করে যাচ্ছে। গত ২জুলাই সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে কোম্পানীগঞ্জের তেলিখাল ইউপির চাঠিবহর (পূর্বপাড়া) গ্রামের ইবরাহিম মড়লের পুত্র মাওলানা ফারুক আহমদ ও ২১জুন চাঠিবহর (আমবাড়ি) গ্রামের মৃত হাজি তৈমুছ আলীর পুত্র সুজন মিয়া সিলেট জেলা প্রশাসক বরাবরে অব্যাহত চাঁদাবাজি বন্ধের পৃথক আবেদন করেন। আবেদনে চাঠিবহর (টিলাপাড়া) গ্রামের আজমান আলীর পুত্র আমির হোসেনের নেতৃত্বে একটি চাঁদাবাজচক্র পিয়াইন নদীর ছাতক-কোম্পানীগঞ্জ নৌ-পথে বালু ও পাথরবাহি নৌকা থেকে চাঁদা আদায় করে যাচ্ছে বলে উল্লেখ করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেন। আমির হোসেন কোম্পানীগঞ্জ উপজেলা বালু মহাল ব্যবসায়ি সমবায় সমিতি লিঃ সাইন বোর্ডের আড়ালে প্রত্যহ সহস্রাধিক নৌকা থেকে নৌকা প্রতি ২শ’ থেকে ৫শ’টাকা করে চাঁদা আদায় করে যাচ্ছে। টাকা দিতে দেরি করলে নৌকা ও বাল্কহেডের মাঝি ও স্টাফদের মারপিট করে থাকে বলেও অভিযোগ উঠেছে।
ব্যবসায়ি সুজন মিয়া বলেন, চাঁদাবাজরা মামলায়-হামলায় জড়িয়ে তাকে হয়রানি করার ভয়ভীতি প্রদান করে যাচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আলতাফ হোসেন জানান, বিভাগীয় কমিশনার স্যারের কাছে ফারুক আহমদের অভিযোগের ভিত্তিতে চাঁদাবাজি বন্ধের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন বলে দাবি করেন।