ছাতকে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

পপুলার২৪নিউজ নুর উদ্দিন
ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি:

ছাতকে উপজেলা পরিষদে আয়োজিত ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়েছে। গতকাল বুধবার বিকেলে সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী সভা ও সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী মেলার সমাপ্ত ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) শেখ হাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় সমাপনী সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, সাব-রেজিষ্ট্রার শাহ নেওয়াজ খান, কৃষি কর্মকর্তা ড. কেএম বদরুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) স্বাগত সরকার, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুস সহিদ হোসেন, হিসাব রক্ষন কর্মকর্তা সুদীপ কুমার তালুকদার, ওসি আশেক সুজা মামুন, ওসি তদন্ত আশরাফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা অসিম সরকার, পৌরসভার সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিন অধ্যাপক রমজান আলী, প্রসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন। উন্নয়ন মেলায় প্রতিদিনের বিশেষ আর্কষন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

পূর্ববর্তী নিবন্ধআজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধযা খেয়ে শতায়ু হলেন তাঁরা