ছাতকে ২কিলোমিটার ভাঙ্গা পাকা রাস্তা সেচ্ছাশ্রমে সংস্কার

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতক উপজেলার বুড়াইরগাঁও বাজার থেকে আলমপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা সেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এলাকার শতাধিক যুবক খানা-খন্দকে ভরপুর এ সড়কটি সেচ্ছাশ্রমে মেরামত করে। ২ কিলোমিটার সড়কটি খানা-খন্দকে পরিপূর্ণ থাকায় স্থানীয় জনগনের ভোগান্তির শেষ ছিল না।
উওর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আলমপুর, তেরাপুর, মানজিহারা, দাহারগাও ও গিলাছড়া গ্রামবাসীর আর্থিক সহযোগীতায় ইট, কংক্রিট ও সুরকি ক্রয় করে রাস্তা মেরামতের জন্য। যান চলাচলে অনুপযোগি ২ কিলোমিটার সড়ক সংস্কার করে যান চলাচলে উপযোগি করে তোলে শতাধিক যুবক। এর আগেও কয়েক বার স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কারের করা হয়। কিন্তু সরকারে বিভিন্ন দপ্তর ধরনা দিয়েও কোন লাভ হয়নি।
সংস্কার কাজে উপস্থিত থেকে কোদাল হাতে নিয়ে এলাকার যুবকদের বিভিন্ন সহযোগীতা ও উৎসাহ প্রদান করেন দৈনিক যুগান্তর ছাতক প্রতিনিধি আনোয়ার হোসেন রনি, সাবেক চেয়ারম্যান ফজর উদ্দিন, ইউপি সদস্য নুর উদ্দিন, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি আব্দুল ওয়াদুদ ছামী, উপজেলা ছাত্রলীগে নেতা নিয়ামত আলী, জয়নাল মিয়া, কালা মিয়া, নুরুল আমিন, খছরু মিয়া, আব্দুল কাদির, ইউনুফ আলী, সোনাফর আলী, রবিউল হাসান, সিরাজুল, আবুল বশর, হাফেজ শাহজাহান, নুর আহমদ, কদ্দুছ, শাহ আলম, আরিছ আলী, ইসলাম উদ্দিন, আইয়ুব আলী, সালাহ উদ্দিন, আসক আলী রানা, সংগ্রাম ও আফিজ আলী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহৃত্বিকের কাছে হারল প্রভাস
পরবর্তী নিবন্ধসানি লিওনকে চ্যালেঞ্জ জানালেন গেইল