নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে সরকারী সহযোগিতার নগদ টাকা ছাড়া শুধু চাল নিয়েই বাড়ি ফিরতে হলো হতদরিদ্র মৎস্যজীবী ৩৮পরিবারের লোকজন। প্রতি পরিবার ৩০কেজি করে চাল পেলেও এর সাথে বরাদ্দের নগদ ৫শত টাকা করে মৎস্যজীবীরা পায়নি। কর্তৃপক্ষ টাকা আত্মসাতের উদ্দেশ্যে তাদের পাপ্য ৫শত টাকা দেয়নি বলে বঞ্চিত মৎস্যজীবীদের অভিযোগ। এনিয়ে তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তেুাষ বিরাজ করছে।
জানা যায়, রবিবার দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদে ৩৮টি পরিবরের মধ্যে জনপ্রতি ৩০কেজি চাল ও নগদ ৫শত টাকা বিতরণ করার কথা থাকলেও শুধু সমপরিমাণ চাল দিয়েই বিদায় দেয়া হয় তাদের। ফলে নগদ টাকা ছাড়াই বাড়ি ফিরলো ৩৮পরিবারের লোক। ইউপি সদস্য আব্দুল আজিজ, কৃপেশ চন্দ্র দাস, সুহেল মিয়া ও বাদল মিয়া জেলেদের মধ্যে টাকা ছাড়াই ৩০কেজি করে চাল বিতরণের কথা স্বীকার করেছেন।
ইউপি সচিব নিরঞ্জন দাস জানান, ইউপি চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী এ বরাদ্দে নগদ অর্থ না থাকায় মাষ্টার রোলে টাকার কলাম বাদ দিয়েই শুধু চাল বিতরণ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস থেকে বরাদ্দ পত্রে শুধু চাল বিতরণের জন্যে বলা হয়। বরাদ্দ পত্রে টাকার কোন উল্লেখ ছিল না। বিতরণ শেষে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান বিকেল বেলা নগদ টাকার একটি চেক হাতে ধরিয়ে দেন বলে তিনি জানান।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান বলেন, বরাদ্দপত্রের সাথেই চেয়ারম্যানকে চাল ও নগদ টাকার চেক দেয়া হয়েছে। তবে নগদ টাকা বিতরণ করা না হলে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাছির উল্লাহ খান জানান, বরাদ্দের চেক অনেক আগেই স্বাক্ষর দেয়া হয়েছে। বিতরণে অনিয়ম হলে তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নেয়া হবে।