নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে যৌতুক না পেয়ে স্ত্রী ও সন্তান রেখে প্রতারনার মাধ্যমে ২য় বিয়ে করলেন এক প্রবাসি। কাবিনে জালিয়াতির মাধ্যমে ২য় বিয়েকে প্রথম বিয়ে ও ১ম স্ত্রীর লিখিত অনুমতি না নিয়ে সরকারের আইন লঙ্গন করে ২য় বিয়ে করেছেন তিনি। জানা যায়, ২০০৯সালের ১৯অক্টোবর দেড়লাখ টাকা কাবিননামায় ছাতকের দক্ষিণ খুরমা ইউপির মনিরজ্ঞাতি-নোয়াগাঁও গ্রামের আবুল হোসেনের মেয়ে শিপা আক্তার-তানজিনার বিয়ে হয় বিশ্বনাথের ইলামেরগাঁও গ্রামের মৃত হাশিম উল্লার পুত্র রশিদ আলীর সাথে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখের হয়। কিছুদিন যেতে না যেতেই ভিসার একামা জন্য যৌতুকলোভি স্বামীর দু’লক্ষ টাকার প্রয়োজন দেখা দিলে তার স্ত্রীকে পিত্রালয় থেকে এনে দেয়ার জন্য বলে। মেয়ের সুখ শান্তির কথা বিবেচনা করে তার কথামতো নগদ দু’লক্ষ টাকা দেয়া হয় এবং সে এ টাকা নিয়ে বিদেশ চলে গেলে ২০১৩ সালের জুনে দেশে ফিরে আসে। দেশে এসে কিছুদিন সংসার শুরু করলে স্ত্রী শিপা অন্ত:সত্ত্বা হয়ে পড়েন। আবারো স্ত্রীকে তার পিত্রালয় থেকে টাকা এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে স্বামী। এক পর্যায়ে স্ত্রীর দুইভরি ওজনের স্বর্ণালঙ্কার বিক্রি করে দেয়া হয়। স্বর্ণালঙ্কারের বিক্রির টাকা শেষ হলে গেলে আবারো দুই লাখ টাকা এনে দেয়ার জন্য বলে ওই যৌতুক লোভি বিয়ে পাগলা রশিদ। পরে সংসার ঠিকিয়ে রাখার স্বার্থে দাবিকৃত আরো দু’লাখ টাকাসহ মোট ৪লাখ টাকা দেয়া হলে পূনরায় সে বিদেশ চলে যায়। এরপর থেকে স্বামীর সহোদর রফিক ও তার বোন রাহেলা বেগম তাকে নির্যাতন শুরু করে। বিয়েতে দুই লক্ষ টাকা মূল্যের মালামাল দেয়া হলেও কনের পিতা কর্তৃক কেন ফ্রিজ দেয়া হয়নি এসব বিষয় নিয়েও তাকে নানা কথা বার্তা শুনতে হয়। স্বামীর বাড়ি থাকাবস্থায় ২০১৪সালের ২৩এপ্রিল শিপা একটি হাসপাতালে সাইফুল হক সিয়াম নামের একটি পুত্র সন্তান জন্ম দেয়। এর মাস দুয়েক পর নির্যাতন সইতে না পেরে পিত্রালয়ে চলে আসে। এরপর থেকে স্বামী মাঝে মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ করলেও আর্থিক কোন সহায়তা দেয়নি। ১মে’ সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে গেলে ২লাখ টাকা না দেয়ায় তাকে লাঞ্চিত করে পিত্রালয়ে পাঠিয়ে দেয়া হয়। সম্প্রতি বিদেশ থেকে গোপনে দেশে এসে ২৫এপ্রিল জগন্নাথপুরের হলিমপুর গ্রামের আফছর খানের মেয়ে রুজিনা বেগমকে প্রতারনার মাধ্যমে কাবিনে প্রথম স্ত্রী উল্লেখ করে ৬লাখ টাকা দেনমোহরে বিয়ে করে রশিদ আলী। এসংবাদ পেয়ে শিপা ৩বছরের সন্তান ও পিতা আবুল হোসেনকে নিয়ে স্বামীর বাড়িতে গেলে স্বামী, তার ভাই ও বোন তাদেরকে ঘরে উঠতে দেয়নি। নগদ দু’লক্ষ টাকা দিলে ওই ঘরে প্রবেশ করতে পারবে বলে জানায় তারা। এরপরও সব চেষ্টায় ব্যর্থ হয়ে স্বামীর ঘরে উঠতে না পারায় পিত্রালয়ে ফিরতে হয়েছে একমাত্র সন্তানকে নিয়ে। এতে শিপা তার স্বামীসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতে (সিআর-১৯৯/২০১৭ইং ও সিআর ২০০/২০১৭ইং) পৃথক দুটি মামলা দায়ের করেছেন। সু-বিচার প্রার্থী শিপা তার সন্তানকে নিয়ে পিত্রালয়ে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করছেন।