নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কারে ভুষিত হয়েছে অভিজিৎ তরফদার। সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় তাকে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়। অভিজিৎ শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা সরকারী কর্মচারী তপন তরফদার ও পোষ্ট অফিসের সহকারী পোষ্ট মাষ্টার জোৎøা রানী সেনের জৈষ্ঠ্য পুত্র এবং ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের ৯ম শ্রেনীর ছাত্র। অভিজিৎ তরফদার লেখাপড়ার পাশাপাশি সংগীত ও তবলায় বিশেষ তামিল নিচ্ছে। অভিনয়েও রয়েছে তার বিশেষ পারদর্শীতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক আদলে ভাষন দিয়ে সিলেট বিভাগীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। ক্ষুদে বঙ্গবন্ধু হিসেবেও স্থানীয়বাবে তার পরিচিতি রয়েছে। শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষন প্রতিযোগীতায় ২০১২ সালে অভিজিৎ জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করে। ২০১৪ সালে রবীন্দ্র সংগীত ও লোকগীতিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে অভিজিৎ। সংস্কৃতির বিভিন্ন বিষয়ের উপর উপজেলা ও জেলা পর্যায়ে প্রতিযোগীতায় ইতিমধ্যেই শ্রেষ্ঠত্বের শতাধিক সনদ ও পুরস্কার রয়ে তার অনুকুলে। ভয়ংকর পদধ্বনি ও কদাকারসহ কয়েকটি নাটকেও সে বিশেষ চরিত্রে অভিনয় করেছে। আলোচিত সফল চলচিত্র‘ ছুঁয়ে দিলে মন’ সিনেমায় একটি চরিত্রে অভিজিৎ অভিনয় করে সুনাম অর্জন করেছে। সে সিলেট বেতারের নিয়মিত শিল্পী। সিলেট ললিতকলা একাডেমির অধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্যের কাছে সে নিয়মিত তামিল নিচ্ছে বলে তার পরিবার সুত্রে জানা যায়। পাশাপাশি চারুকলায় দক্ষতা অর্জনে সে সিলেট সোপানে প্রশিক্ষন নিচ্ছে। তার ছোট বোন সেজুতি তরফদার হৃদিও তারই মতো সর্ব বিষয়ে পারদর্শী। কবিতা আবৃতিতে হৃদি ইতিমধ্যেই জেলা পর্যায়ে বেশ খ্যাতি লাভ করেছে। অভিজিতের গর্বিত পিতা তপন তরফদার জানান, তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে যাচ্ছেন। ক্ষুদ্র সরকারী চাকুরীজীবি হিসেবে প্রাপ্ত বেতন থেকে সংসার চালিয়ে বাকী টাকায় ছেলে-অভিজিৎ ও মেয়ে সেজুতি তরফদার হৃদিকে মানুষ করার কাজে ব্যয় করছেন। সন্তানদের মঙ্গলের জন্য সকলের কাছে আশির্বাদ প্রার্থনা করেন তিনি।