নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারী সহায়তার ১০বস্তা চাল অন্যত্র বিক্রির সময় চাল আটক করে ইউপি’র তথ্যকেন্দ্রর উদ্যোক্তা আব্দুল হামিদকে লাঞ্চিত করে জনতা। এসময় জনতার রোষানলে পড়তে হয় নিজ কার্যালয়ে থাকা ইউপি চেয়ারম্যানকে। রোববার সকালে উপজেলার চেচান বাজারে এ ঘটনা ঘটে। সরকারী সহায়তার চাল আটকের ঘটনায় গোটা এলাকা জুড়ে চলছে তোলপাড়। দক্ষিন খুরমা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধেএর আগেও সরকারী সহায়তার চাল ও নগদ অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ উঠে। স্থানীয় একাধিক সুত্র জানায়, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মছব্বির অফিস তথ্য কেন্দ্রের উদ্যোক্তা আব্দুল হামিদের মাধ্যমে ১০বস্তা চাল বিক্রির উদ্দেশ্যে চেচান বাজারের আনোয়ার মিয়ার দোকানে পাঠালে রাস্তায় জনতা এ চাল আটক করে। পরে ইউপি কার্যালয়ে চেয়ারম্যান আব্দুল মছব্বির ও অফিস তথ্য কেন্দ্রের উদ্যোক্তা আব্দুল হামিদকে লাঞ্চিত করে উপস্থিত লোকজন। এনিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল। পরে ১০বস্তা চাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফেরত এনে ঘটনাটি স্থানীয়ভাবে নিস্পত্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। উপকারভোগীসহ একাধিক লোক জানান, চাল সরিয়ে নেয়ার ঘটনাটি ট্যাগ কর্মকর্তা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ম্যাকানিকস গিয়াস উদ্দিনের সামনেই ঘটেছে। চাল আটকের পর উত্তেজনা ছড়িয়ে পড়লে হাজী মুহিতুর রহমান তালুকদার, আলমধর মিয়া তালুকদার, আহাদ আলী ও ইউপি সদস্যসহ এলাকার লোকজন বিষয়টি নিস্পত্তি করেন। ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা গিয়াস উদ্দিনের সাথে এ ব্যাপারে মোবাইল ফোনে বার-বার যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির জানান, এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। এ বিষয়ে যে ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে তিনি তার বিরুদ্ধে মামলা করবেন বলে হুমকি দিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুজ্জামান জানান, দক্ষিণ খুরমা ইউনিয়নে চাল নিয়ে সমস্যা হয়েছে জেনে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে উপ-সহকারী প্রকৌশলী আম্বিয়া আহমদকে পাঠানো হয়েছে। চাল বন্টনের পর দায়িত্বরত ট্যাগ কর্মকর্তাসহ তিনি এসে রিপোর্ট করবেন। এব্যাপারে আম্বিয়া আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি কিছু সময় পর কথা বলবেন বলে-বলে এভাবেই বিষয়টি এড়িয়ে যান।