ছাতকে সচেতন যুবসমাজের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

নুর উদ্দিন, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে সচেতন যুবসমাজের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচী উপলক্ষ্যে মাদ্রাসা অধ্যক্ষ মাও. আব্দুল হাদীর সভাপতিত্বে এবং হেলাল আহমদ ও সাইদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধর্নী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সামাজিক ব্যক্তিত্ব সালেহ আহমদ লিমন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সাবেক মেম্বার নুরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, রাসেল মিয়া, আলী হোসেন মানিক, আব্দুর রহমান, মনজু আহমদ ও সিংচাপইড় শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি আলাছ উদ্দিন। বক্তব্য রাখেন, মাদ্রাসা কর্মসূচী বাস্তবায়ন কমিটির আহবায়ক ছামির আহমদ, সংগঠক সালাহ উদ্দিন প্রমূখ। এসময় মাদরাসা শিক্ষক মাও. আমিরুল ইসলাম, বদরুল আলম খান, শিক্ষক হাফিজ আব্দুল হাই কাহিদ, সংগঠক খালেদুল ইসলাম, মুহিন আহমদ, মিজানুর রহমান, রানা মিয়া, এমরান আহমদ, ফারুক আহমদ, ইব্রাহিম আলী, মৃদুল পুরকায়স্থসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে ১টি করে গাছের চারা প্রদান করা হয়।

 

 

পূর্ববর্তী নিবন্ধছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ইসলামী ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধনুপামি বিডি লিমিটেড এবং বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (আইএবি) এর মধ্যে সমঝতা চুক্তি সই!