ছাতকে সওজ’র ভুমি থেকে দেয়াল ভেঙ্গে সরকারী ভূমি উদ্ধারের নির্দেশ

 

নুর উদ্দিন ,ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকের কৈতকে সড়ক ও জনপথের ভুেিত প্রবাসীর নির্মিত দেয়াল ভেঙ্গে সরকারী ভুমি উদ্ধারের নির্দেশ প্রদান করেন সুনামগঞ্জ সওজ’র নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। এক অভিযোগের প্রেক্ষিতে উপ-বিভাগীয় প্রকৌশলী সজীব আহমেদ সরজমিন তদন্ত প্রতিবেদনে দেয়াল ভেঙ্গে সরকারী ভুমি উদ্ধার ও দখলদারকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করলে নির্বাহী প্রকৌশলী ২৮ মে সরকারী ভুমি উদ্ধারে এ নির্দেশ দেন। অভিযোগ থেকে জানা যায়, কৈতক এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে অবৈধভাবে দেয়াল নির্মাণ করেছে কৈতক গ্রামের মৃত ছালিম উল¬াহর পুত্র প্রবাসী ইয়াকুব আলী । সওজ’র ভূমিতে বাউন্ডারী দেয়াল নির্মাণ করায় কৈতক হাসপাতালে কর্মচারী ও কৈতক গ্রামের মাসুক মিয়াসহ কয়েকটি পরিবারের যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এ ব্যাপারে ভুক্তভোগী মাসুক মিয়া উপজেলা চেয়ারম্যানসহ সংশি¬ষ্ট দপ্তরে অভিযোগ দিলে গোবিন্দগঞ্জ সওজ’র উপ-সহকারী প্রকৌশলী বিষয়টি সরজমিনে তদন্ত করেন। সড়ক ও জনপথ বিভাগের সরকারী ভুমিতে বিনা অনুমতিতে কোন ধরনের স্থায়ী ও অস্থায়ী স্থাপনা নির্মান শাস্তিযোগ্য অপরাধ জেনেও প্রবাসী ইয়াকুব আলী প্রচলিত আইনের তোয়াক্কা না করে ইট-সিমেন্টের বাউন্ডারী নির্মান করেছেন। সওজ’ গোবিন্দগঞ্জ শাখার উপ-সহকারী প্রকৌশলী অবৈধ দেয়াল ভেঙ্গে ফেলার নির্দেশ দিলেও প্রবাসী ইয়াকুব আলী তা আমলে নেননি। এর পরিপ্রেক্ষিতে ২০ মার্চ তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের পর উপ-বিভাগীয় প্রকৌশলী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবরে তদন্ত প্রতিবেদনসহ ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হলে ২৩ এপ্রিল ৪২৮ নং স্মারকে সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেয়াল ভেঙ্গে সড়ক ও জনপথ বিভাগের ভূমি উদ্ধারের নির্দেশ প্রদান করেন। উপ-বিভাগীয় প্রকৌশলী সজীব আহমেদ জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শ অনুযায়ী শীঘ্রই দেয়াল ভেঙ্গে সরকারী ভুমি উদ্ধার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধছাতক পৌরসভার ৬০ কোটি টাকার বাজেট ঘোষনা
পরবর্তী নিবন্ধছাতকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা