নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪সিউজ:
ছাতকে নারী নির্যাতন মামলায় শ্রমিকলীগ নেতা ও ছাতক সিমেন্ট কারখানা সিবিএ’র সেক্রেটারী আব্দুল কদ্দুছের পুত্র জসিম উদ্দিন(৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে কারখানার ৪নং বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এলাকায় অপরাধ কর্মকান্ডে জড়িত থাকার বিভিন্ন অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই অরুন কুমার দাস তাকে গ্রেফতার করেন। শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অভিযোগ থেকে জানা যায়, চাচাতো ভাইদের সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য প্রায়ই তার আপন চাচী জহির মিয়ার স্ত্রী পারভীন বেগমকে মারপিট ও নির্যাতন করতো জসিম। তার প্রতিনিয়ত নির্যাতনে অতিষ্ঠ হয়ে গত ১৩ ফেব্রয়ারী চাচী পারভিন বেগম বাদী হয়ে ছাতক থানায় পিতা-পুত্রসহ ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে আব্দুল কদ্দুছকে বাদ দিয়ে অভিযোগটি মামলা(নং-২৩(০২)১৭) আকারে থানায় এফআইআরভুক্ত হয়। এ মামলার পলাতক আসামী হিসেবে শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।