ছাতকে মেহেরুন নেছা একাডেমীতে পিঠা উৎসব অনুষ্ঠিত

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে মেহেরুন নেছা একাডেমীর উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে একাডেমী প্রাঙ্গনে আয়োজিত পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ছাতক-দোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাড. সুফি আলম সোহেল। একাডেমী প্রিন্সিপাল আশরাফুল আলম রুম্মানের সভাপতিত্বে ও শিক্ষিকা তানিয়া বেগমের উপস্থাপনায় অনুষ্ঠিত পিঠা উৎসবের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. সুফি আলম সোহেল বলেন, বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ শীতকালীন পিঠা। রকমারি পিঠার পসরা নিয়ে তিনি গর্ব করে বলেন বাঙ্গালীর বাঙ্গালীয়ানা কখনোই হারিয়ে যাবে না। বক্তব্য রাখেন, একাডেমীর ভাইস প্রিন্সিপাল জান্নাতুল কাউসার, শিক্ষক আল মামুন, শিক্ষিকা শাম্মী বেগম, চামেলী বেগম প্রমুখ। শিক্ষার্থীদের অভিভাবকরা রকমারি পিঠা নিয়ে উৎসবে উপস্থিত হন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় ক্বেরাত, আবৃত্তি, সংগীত, কৌতুক ও নাটিকাসহ অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

পূর্ববর্তী নিবন্ধছাতকে প্রবাসী অপহরনের ঘটনায় থানায় মামলা দায়ের
পরবর্তী নিবন্ধছাতকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ