ছাতকে মুক্তিযোদ্ধার শিশুপুত্র হত্যায় একজনের মৃত্যুদন্ড

নুর উদ্দিন, সুনামগঞ্জ : ছাতকে পূর্ব বিরোধের জের ধরে মুক্তিযোদ্ধার শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে একজনকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। মঙ্গলবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম এ রায় প্রদান করেন।
মৃত্যুদ-প্রাপ্ত সেলিম আহমদ ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈঁদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামের মস্তব আলীর ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৮ নভেম্বর গ্রামের একটি পুকুর থেকে শিশু জুবেলের লাশ উদ্ধার করে পুলিশ। মোবাইল কেনাবেচা নিয়ে পীরপুর গ্রামের মুক্তিযোদ্ধা রমজান আলীর পরিবারের সঙ্গে সেলিমের বিরোধ চলছিল। এর জের ধরে মুক্তিযোদ্ধা রমজানের ছেলে জুবেলকে শ্বাসরোধ করে হত্যা করে সেলিম।
ঘটনার পরদিন নিহতের ভাই রুহেল আহমেদ সেলিমসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
২০১৪ সালের জানুয়ারিতে তদন্ত শেষে পুলিশ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে আদালত এ মামলার বিচারকাজ শুরু করেন।
অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অন্যান্য আসামিদের খালাস দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধ৫০ কোটি টাকার কয়লা আড়াই মাস ধরে ভারতে আটকা
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে ছেলেকে হত্যার দায়ে মাসহ দুজনকে মৃত্যুদণ্ড