ছাতকে ভ্রাম্যমান আদালতে বখাটের দু’মাসের কারাদন্ড

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

ছাতকে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে আসলম আলী (২৫) নামের এক বখাটেকে দু’মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামের হাজী জরাফত আলীর পুত্র।
বুধবার বিকেলে উপজেলার জাউয়াবাজার ডিগ্রি কলেজে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বখাটে আসলম আলীকে এ দন্ডাদেশ প্রদান করেন ছাতকের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজেষ্ট্রেট সোনিয়া সুলতানা।
জানা যায়, জনৈক ছাত্রীকে কলেজে আসা যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো আসলম আলী। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে এ ছাত্রীকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করলে কলেজের শিক্ষার্থীরা তাকে আটক করে কলেজের অধ্যক্ষ আব্দুল গাফফারের কাছে নিয়ে যায়।
অধ্যক্ষ বিষয়টি অবগত হয়ে বখাটেকে ভ্রাম্যমান আদালতে হাজির করালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া সুলতানা বখাটে আসলম আলীকে উত্ত্যক্ত করার অপরাধে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্মীদের ভারে ভেঙে পড়ল মেয়রের সভামঞ্চ
পরবর্তী নিবন্ধতাহিরপুরে মাহারাম নদীতে ১৫টি বোমা মেশিন ধংশ