ছাতকে বিকল্প রাস্তা না করে কালভার্ড ভাঙ্গলো ঠিকাদার : জনদূর্ভোগ

নুর উদ্দিন : ছাতকের জালালপুর থেকে দোলারবাজার হয়ে লামা-রসুলগঞ্জ রাস্তা। লামা-রসুলগঞ্জ থেকে সড়কটি সংযুক্ত হয়েছে জগন্নাথপুর উপজেলার সড়কের সাথে।
সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক থেকে এই সড়কের প্রবেশ পথে জালালপুর নামক স্থানে রত্না নদীর উপর একটি পুরাতন কালভার্ড। কালভার্ডটি ভেঙ্গে নতূন কালভার্ড নির্মানের উদ্যোগ গ্রহণ করে এলজিইডি। কালভার্ড ভেঙ্গে পূর্ণ-নির্মাণে কাজ পায় মেসার্স আকবর আলী নামের ঠিকাদারী প্রতিষ্ঠান।
প্রায় দুই সপ্তাহ আগ থেকে কালভার্ড ভাঙ্গার কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু যানচলাচলের বিকল্প কোন রাস্তা নির্মাণ না করে ঠিকাদারী প্রতিষ্ঠান ভালভার্ড ভেঙ্গে মানুষের চলাচলে মারাত্বক ব্যাঘাতের সৃষ্টি করেছে।
বৃষ্টিপাত শুরু হলে রত্না নদী নামের ওই খাল পানিতে ভরে যাবে। যাতায়াতকারী মানুষজন পায়ে হেটে তখন খাল পাড়ি দিতে চরম দূর্ভোগ পুহাতে হবে। অসুস্থ রোগি নিয়ে এ পথে চলাচল করা সম্ভব হবে না। এতে ঘটতে পারে দূর্ঘটনা।
বিকল্প রাস্তা না করায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এমন আচরণে তারা ক্ষুব্ধ। তাই তারা কালভার্ড ভাঙ্গা বন্ধ করে আগে মানুষ চলাচলের বিকল্প রাস্তা তৈরি করার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
ছাতক উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবুল মনসুর মিয়া জানান, প্রায় ৬কোটি টাকা ব্যয়ে আরসিসিসহ ১০ কিলোমিটার সড়কের কাজ পায় মেসার্স আকবর আলী নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। জালালপুরের কালভার্ড ভাঙ্গার আগে বিকল্প রাস্তা তৈরি করার কথা রয়েছে। যাতে মোটরসাইকেল, রিক্সাসহ ছোট যানবাহন পারাপার হতে পারে।
পূর্ববর্তী নিবন্ধবিচারপতি নাজমুল আহাসানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পরবর্তী নিবন্ধতাহিরপুরে ইউনিয়ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থীরা মাঠ কাঁপাচ্ছেন