নুর উদ্দিন, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের বন্যা কবলিত ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের ফি মওকুপের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের প্যাডে বন্যা কবলিত ইউনিয়নের সমতা স্কুল এন্ড কলেজ, একতা উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, সিংচাপইড় ইসলামীয়া আলিম মাদ্রাসা ও কুমারকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের সব ধরনের ফি মওকুপের জন্য এ আবেদন করেন তিনি। আবেদনে উলে¬খ করেছেন, একমাত্র বোরো ফসল হারিয়ে ইউনিয়নের অধিকাংশ মানুষ এখন অসহায় জীবন-যাপন করছেন। সম্প্রতি বন্যায়ও ক্ষতিগ্রস্থ হয়েছে এ ইউনিয়নের লোকজন। এসব শিক্ষা প্রতিষ্ঠিানের অধিকাংশ শিক্ষার্থীদের পরিবার কৃিষ নির্ভর। ফসল হারা ও বন্যায় ক্ষতিগ্রস্থ সিংচাপইড় ইউনিয়নের মানুষ এখন খাদ্য সংগ্রহে দিক-কেদিক ছুটে বেড়াচ্ছেন। এ অবস্থায় ছেলে-মেয়েদের পড়ার খরছ যোগার করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। বর্তমানে এসব শিক্ষা প্রতিষ্ঠানের অধকাংশ ছাত্র-ছাত্রীদের লেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সরকারের শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখতে ইউনিয়নের ৩টি উচ্চ বিদ্যালয় ও দুটি মাদ্রাসার সব ধরনের ফি মওকুপ ও গরীব-অসহায় শিক্ষার্থদের জন্য শিক্ষা সামগ্রী প্রদানের জন্য তিনি আবেদনে দাবী জানিয়েছেন।