নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে বখাটেদের উৎপাতের কারনে স্কুল পড়ুয়া দু’বোনের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে তাদের পরিবার। ফলে স্কুল পড়ুয়া দু’বোনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। বখাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে তাদের মা গিতা রানী দাস একই এলাকার উসমান আলীর পুত্র কামরান, সমশের আলীর পুত্র মাছুম, জিতু মিয়ার পুত্র মারজানের বিরুদ্ধে প্রধান শিক্ষক বরাবরে বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ থেকে জানা যায়, মোগলপাড়া এলাকার বাসিন্দা হেমন্ত দাসের কন্যা ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের দশম শ্রেনীর ছাত্রী অর্পা দাস ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ ছাত্রীর অনন্যা দাস বিদ্যালয়ে যাওয়া আসার পথে বখাটেরা প্রায়ই উত্যক্ত করে থাকে। অশি¬ল ভাষায় ছাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করে বখাটেরা। বিষয়টি স্থানীয় কাউন্সিলসহ গন্যমান্যদের অবহিত করা হলে বখাটেরা আরো বেপরোয়া হয়ে উঠে। বুধবার কোচিং শেষে বিকেলে দু’বোন বাড়ি ফেরার পথে হাসপাতাল রোড এলাকায় পৌছলে আগে থেকে অপেক্ষায়মান বখাটেরা তাদের গতিরোধ করে অশি¬ল কথা-বার্তা ও কুৎষিত অঙ্গ-ভঙ্গির মাধ্যমে তাদের হাত ও ওড়না ধরে টানা-টানি করতে থাকে। এসময় পথচারীদের বাধার মুখে বখাটেরা হুমকি-ধামকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ছাত্রীদের পরিবার বখাটেদের ভয়ে শংকিত হয়ে পড়েছে।