ছাতকে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

নুর উদ্দিন : ছাতকে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বটেরখাল নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন,পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
 বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ যাত্রাপথে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর, শ্রীনগর ও নোয়াপাড়া গ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন তিনি।
 বটেরখাল নদীর অব্যাহত ভাঙ্গনের ফলে এই এলাকার একটি মসজিদ, মক্তবসহ কয়েক শতাধিক ঘর -বাড়ি নদিগর্ভে বিলীন হয়ে গেছে।
 নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন, ছাতক-দোয়ারাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌর সভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ প্রমুখ।
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, দ্রুত সময়ের মধ্যেই এখানের নদী ভাঙ্গন রোধে ব্যাবস্থা নেয়া হবে বলে সকলকে আশ্বস্থ করেছেন।
পূর্ববর্তী নিবন্ধএকম্যাচ হাতে রেখেই আফগানদের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধক্ষমতা ছিনিয়ে নিন, ইউক্রেন সেনাবাহিনীকে পুতিন