ছাতকে দা’র কূপে প্রাণ গেলে যুবকের

সুনামগঞ্জ প্রতিনিধি
ছাতকে পারিবারিক কলহের জের ধরে আবদুল হামিদ (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও গ্রামের মৃত তমজিদ আলীর পুত্র। আবদুল হামিদকে শনিবার দুপুরে দা’ দিয়ে কুপিয়ে গুরুতর জখম করলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গ্রামের বাড়ির উঠানে আবদুল হামিদের সাথে একই গ্রামের মমতাজ আলীর পুত্র সানোয়ার হোসেনের পারিবারিক বিষয় নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ সময় সানোয়ার হোসেন উত্তেজিত হয়ে ঘরের ভেতর থেকে মাছ কাটার দা’ দিয়ে অতর্কিত ভাবে কুপিয়ে জখম করে। ভাই আবদুল হামিদকে বাঁচাতে ছোট ভাই আবদুল আহাদ এগিয়ে আসলে তার মাথায়ও আঘাত করা হয়। স্থানীয় লোকজন দুসহোদরকে প্রথমে ছাতক উপজেলা সদর হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বিকেল ৪টায় কর্তব্যরত চিকিৎসক আবদুল হামিদকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, ঘটনাকারিরা পলাতক রয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

 

 

পূর্ববর্তী নিবন্ধছাতকে দু’পক্ষের সংঘর্ষে ব্যবসায়ি পথচারিসহ আহত ১০
পরবর্তী নিবন্ধবর্ষ বরণে হাজারো কন্ঠের গান !