নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে স্কিলস ফর এমপ¬য়েমেন্ট-ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম’র(সেইপ) উদ্যোগে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরনে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন গ্রহনে উদ্ভুদ্ধকরনের লক্ষে এক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সংশি¬ষ্ট কর্মকর্তা তার বক্তব্যে বলেন, এ প্রকল্পের আওতায় অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ দেশে ২০২০ সালের মধ্যে ৫লাখ দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে। সরকারী ব্যয়ে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত শতকরা ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চাকুরির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল¬াহ খানের সভাপতিত্বে ও সেইপ’র সোস্যাল মার্কেটিং কর্মকর্তা খুরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) সাবিনা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিন, প্রেসক্লাবের সেক্রেটারী আব্দুল আলিম, সূর্য্যরে হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, শিক্ষক মুজিবুল ইসলাম, অজয় কৃষ্ণ পাল, সেইপ’র সোস্যাল মার্কেটিং কর্মকর্তা শাখাওয়াত হোসেন, ব্র্যাক’র উপজেলা ম্যানেজার বুরহান উদ্দিন। কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, পল¬ী উন্নয়ন কর্মকর্তা(বিত্তহীন) প্রনব লাল দাস, কো-অপারেটিভ কর্মকর্তা আশিষ আচার্য্য, আদিবাসী সমিতির সভাপতি হিরেন্দ্র সিংহ, ইউপি সদস্য ময়না মিয়া, সদস্যা ফুলেছা বেগম, রওশনারা বেগম, আফিয়া বেগম, অঞ্চলী রানী নাথ, শিখা পুরকায়স্থ, মমতাজ বেগম উপস্থিত ছিলেন।