ছাতকে জলমহালের মৎস্য আহরণ নিয়ে দু’পক্ষ মুখোমুখি

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতকে নোয়ারাই ইউনিয়নের বড় নাইন্দার হাওর চাকুয়া গ্রুপ জলমহালে মৎস্য আহরণ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার প্রতিপক্ষরা জলমহাল থেকে মাছ আহরনের উদেশ্যে বিলের পানি নিস্কাশন করতে গেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। গত ৭ ফেব্রুয়ারী নীতিমালা উপেক্ষা করে বড় নাইন্দার হাওর চাকুয়া গ্রুপ জলমহালে মৎস্য আহরন করার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ইজারা গ্রহণকারী সমিতির সদস্যবৃন্দ।
ইজারার শর্ত ভঙ্গ করে সমিতির সভাপতি, সম্পাদক ও ক্যাশিয়ার সম্মেলিতভাবে মৎস্য আহরণ করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সাথে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও ছাতক থানার অফিসার ইনচার্জ বরাবরেও অভিযোগ দেয়া হয়।
নাইন্দার হাওর পারের বাসিন্দাদের নিয়ে গঠিত লক্ষীবাউর মৎস্যজীবী সমবায় সমিতির অনুকুলে উন্নয়ন প্রকল্পের আওতায় বড় নাইন্দা হাওর চাকুয়া গ্রুপ জলমহাল ইজারা দেয়া হয়। ইজারার শর্ত অনুযায়ী প্রতি ২ বছর অন্তর জলমহাল থেকে মৎস্য আহরণ করতে পারবে। কিন্ত সমিতির সিংহভাগ সদস্যদের অজ্ঞাত রেখে সভাপতি, সম্পাদক ও ক্যাশিয়ার সম্মেলিতভাবে জলমহাল নীতিমালা উপক্ষো করে মৎস্য আহরণ করে যাচ্ছে। বৃহস্পতিবার জলমহালের পানি নিস্কাশন করার উদ্যোগ গ্রহন করলে উভয় পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী অভিযোগকারীদের ডেকে এনে বিষয়টি প্রতিপক্ষকের সাথে আলোচনা করে নিস্পত্তির করার কথা বলেন।

পূর্ববর্তী নিবন্ধফসল রক্ষা বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধউদ্বোধনের কয়েক ঘণ্টা না যেতেই ভারতের দ্রুততম ট্রেন বিকল