ছাতকে ছাত্রলীগ সভাপতি রিপনের উপর হামলার ঘটনায় সড়ক অবরোধ

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপনের উপর হামলার ঘটনায় প্রায় দুই ঘন্টা ব্যাপী সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভকারী ছাত্রলীগ নেতৃবৃন্দ।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ জানুয়ারি সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভা শেষে গতকাল শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ পয়েন্টের ফুলকলি রেস্টুরেন্টে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ মোঃ আব্দুল গফফার সমর্থিত গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন ও ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ডালিম সহ ডালিমের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এসময় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ রিপন দু’পক্ষকে নিয়ে বসে বিষয়টি নিষ্পত্তি করেন। পরবর্তীতে তাজামুল হক রিপন বাড়ি ফেরার পথে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বুকারবাঙ্গা নামক স্থানে ১০/১২ জন গাড়ী থামিয়ে রিপনকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কৈতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এর প্রতিবাদে শনিবার সকাল থেকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের চৌকা, ধারন ও গোবিন্দগঞ্জ পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছে ছাত্রলীগ নেতা কর্মীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোবিন্দগঞ্জ পয়েন্টে দু’পক্ষের অবস্থানে থমথমে অবস্থা বিরাজ করছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোবিন্দগঞ্জ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযেনতেন রায় দিলে দেশবাসী মানবে না : ফখরুল
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে যুবক খুন, গ্রেফতার ৩